সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র শহিদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিনে আজ ১৮ অক্টোবর ২০২২ তারিখ সকাল ১০ টায় বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কার্যালয়ে শহিদ শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ ও সকাল ১০:৩০ টায় আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ত্ব করেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান জনাব মোহাম্মদ জয়নুল বারী। নির্বাহী পরিচালক (প্রশাসন) ড. নাজনীন কাউসার চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত এ আলোচনা সভায় কর্তৃপক্ষের সকল সদস্য, নির্বাহী পরিচালকগণ, পরিচালকগণ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।