Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২১st এপ্রিল ২০২৫

বীমা খাত উন্নয়ন প্রকল্পের জি-১০ এবং জি -২৩ প্যাকেজের অগ্রগতি পর্যালোচনা করেছে বীউনিক


প্রকাশন তারিখ : 2025-04-20

বীমা খাত উন্নয়ন প্রকল্পের জি-১০ এবং জি -২৩ প্যাকেজের অগ্রগতি পর্যালোচনা করেছে বীউনিক

সিনোসফট কোং লিমিটেড কর্তৃক বাস্তবায়িত বাংলাদেশ বীমা খাত উন্নয়ন প্রকল্পের আওতাধীন জি-১০ এবং জি -২৩ প্যাকেজ বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করার জন্য রবিবার একটি সভা অনুষ্ঠিত হয়েছে।
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বীউনিক) চেয়ারম্যান ড. এম. আসলাম আলমের সভাপতিত্বে বীউনিক প্রধান কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় বীউনিক-এর সদস্য (প্রশাসন) মো. ফজলুল হক, প্রকল্প ব্যবস্থাপনা বিশেষজ্ঞ নজরুল ইসলাম ভূঁইয়া, BISDP-এর আইটি বিশেষজ্ঞ মো. শাহাদাত হোসেন, উপদেষ্টা জর্জ লিন, G-23-এর প্রকল্প ব্যবস্থাপক ভিনসেন্ট গাও, G-10-এর প্রকল্প ব্যবস্থাপক ওয়াং ডংডং এবং সিনোসফট কোং-এর অপারেশনস ম্যানেজার ইনজামামুল হক লিপন উপস্থিত ছিলেন।