Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২২nd এপ্রিল ২০২৫

জলবায়ু ঝুঁকি এবং অন্তর্ভুক্তিমূলক বীমা নিয়ে আলোচনা করতে আইডিআরএ চেয়ারম্যানের সাথে ইউএনডিপি টিমের সাক্ষাৎ


প্রকাশন তারিখ : 2025-04-21

জলবায়ু ঝুঁকি এবং অন্তর্ভুক্তিমূলক বীমা নিয়ে আলোচনা করতে আইডিআরএ চেয়ারম্যানের সাথে ইউএনডিপি ​টিমের সাক্ষাৎ

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) ইনস্যুরেন্স অ্যান্ড রিস্ক ফাইন্যান্স ফ্যাসিলিটি (আইআরএফএফ)-এর একটি প্রতিনিধিদল সোমবার বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বীউনিক)-এর চেয়ারম্যান ড. এম আসলাম আলমের সঙ্গে আইডিআরএ সদর দপ্তরে বৈঠক করেন।

বৈঠকে বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক ইনস্যুরেন্স ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে নিয়ন্ত্রক সক্ষমতা জোরদারকরণ, প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বীমা সেবার সুযোগ সম্প্রসারণ এবং ঝুঁকি অর্থায়ন ব্যবস্থার মাধ্যমে স্থিতিশীলতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরা হয়।

প্রতিনিধিদলে ছিলেন ডায়ানা লোর্ডেস আলমোরো, আঞ্চলিক বিশেষজ্ঞ (এশিয়া-প্যাসিফিক), আইআরএফএফ, ইউএনডিপি ব্যাংকক আঞ্চলিক কার্যালয় এবং মনিরুল হক, জাতীয় প্রোগ্রাম অফিসার, আইআরএফএফ, ইউএনডিপি বাংলাদেশ।

ডায়ানা লোর্ডেস আলমোরো বাংলাদেশের ইনস্যুরেন্স খাতকে সহায়তা করার আগ্রহ প্রকাশ করেন এবং আইডিআরএর কোন কোন ক্ষেত্রে সহায়তা প্রয়োজন হতে পারে—যেমন অন্তর্ভুক্তিমূলক ইনস্যুরেন্স, ঝুঁকি অর্থায়ন, কারিগরি সহায়তা এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়ন—তা সম্পর্কে জানতে চান।

বৈঠকে আইডিআরএর সদস্য (নন-লাইফ) মোহাম্মদ আবু বকর সিদ্দিক উপস্থিত ছিলেন।