বীউনিক চেয়ারম্যানের সাথে ইউনাইটেড ইন্স্যুরেন্স নিয়ন্ত্রক শেয়ারহোল্ডার এবং ঊর্ধ্বতন ব্যবস্থাপনা টিমের সৌজন্য সাক্ষাৎ
ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ বৃহস্পতিবার বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বীউনিক) চেয়ারম্যান ড. এম আসলাম আলমের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। রাজধানীতে বীউনিক সদর দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে কোম্পানির সাথে সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।অনুষ্ঠানে বীউনিক সদস্য (প্রশাসন) মো. ফজলুল হক, সদস্য (নন-লাইফ) মোহাম্মদ আবু বকর সিদ্দিক, ইউনাইটেড ইন্স্যুরেন্সের চেয়ারম্যান কে.এম. আহসান শামীম, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা খাজা মানজার নাদিম এবং কোম্পানি সচিব মো. সাখাওয়াত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।